Skip to main content

Posts

Showing posts from December, 2020

সম্পর্ক | Sandip Chandra Das

 ফোনে কথা বলার শেষের দিকে হঠাৎ বলে উঠা-  "চলো দেখা করি !"  রাত ১২টা ৩৫ মিনিট আর ২৫ সেকেন্ড , সে বললো তুমি আসো আমি বারান্দায় দাড়ালাম ......... জলদি ! আমি বললাম না একটু দেড়ি করেই আসবো !!  ;কেন ? আমি চাই তুমি একটু সাজো ... ; ; না সাজলে হবে না ? হবে না কেন ! অবশ্যই হবে ।  ;জোর করবে না যাতে করে আমি সাজতে বাধ্য হই ? নাহ !  কেন ?  এমনি ( কারন আমি জানি সে সাজবেই ) ! তুমি বারান্দায় থেকো আমি আসছি । ' ' ১০ মিনিটের পথ - রাতে রিক্সাও নেই তাই হেটে হেটেই আসতে হচ্ছে ! ' হাতে চায়ের কাপ নিয়ে এই শীতের রাতেও সে বারান্দায় অনেক রাত অবধি অপেক্ষারত আছে সে , খুব সাজুগুজু করে তেমন কিছু নয় । একেবারে সাদামাটা বেশে ! চুল গুলো খুব সুন্দর করে বাধা , হাতে অল্পকিছু করে নীল চূড়ি পরা যাকিনা রাতের কারনে গাঢ় নীল রঙের দেখাচ্ছে আর কপালের মাঝামাঝিতে ছোট একটি কালো টিপ আর বোধহয় নীল রঙের কাপড় পরে আছে এবং নিজেকে সুন্দর করে জড়িয়ে রেখেছে আমার দেওয়া সেই মিষ্টি রঙ্গের কাশ্মিরী চাঁদর দিয়ে ( তার জন্যই চাঁদরটি আনা কেননা তার খুব শখ ছিল )।  আমি এসে হাজির !  সাধারনত এতো রাতের দিকে পথে কাউকে হাটতে দেখলে - পাহারা দেওয়া

তার মনের গলি ।

আমি জানি এই শহরের সকল অলিগলি , শুধু জানা আর হলো না- তার মনে অবধি গিয়েছে সেই এক রাস্তাটা ! আমি অসংখ্যবার বাহির হয়েছে সেই রাস্তার খোঁজে তবে প্রতিবার ব্যর্থ হয়েই নিজ ঘরের রাস্তায় চলে এসেছি। এমনটা নয় যে জিজ্ঞাসা করিনি কাউকে সেই রাস্তার ঠিকানা !! কিন্তু কেউই জানতো না তাই জানাতে পারেনি আর যারা জানতো তারা নিজের অংশীদার চাচ্ছিল না তাই ইচ্ছে করে জানাই নি।   

কেনো মিথ্যে সম্পর্কে যুক্ত হওয়া !

যেখানে রক্তের সম্পর্কগুলোই টিকে থাকার কোনো নিশ্চয়তা থাকেনা, সেখানে আমরা পর মানুষদের নিয়ে এত কল্পনা জল্পনা করে বসে থাকি। সত্যিকার অর্থে একা থাকাতেই অভ্যস্থ হয়ে যাওয়া দরকার। হয়তো এতে কিছুটা কষ্ট পাওয়া যায় প্রথমদিকে তবে এটাতে অন্তত একটি বিষয় থাকে যা সবচেয়ে ভালো বিষয় আর তা হলো- এতে কেউ , কোনো এক সময়ে ছেড়ে যাবে; এমন কোন ধরনের যন্ত্রণাদায়ক চিন্তা মাথায় থাকেনা।

একতরফার বিশেষত্ব।

  এর হতেও শুদ্ধতম ব্যাপার কি হতে পারে, যে আপনি কাউকে খুব পছন্দ করেন তবে যাকে এতটা পছন্দ করেন, সে আসলে জানেই নাহ্ আপনি ঠিক কতটা পছন্দ করেন। আপনি আপনার সবটুকু দিয়ে তাকে চাচ্ছেন, ভাবছেন। চাওয়াটাও এমনই; যেখানে অন্যকারো বাড়ন করার কারণ নেই, আর ভাবনাটাও এমন ধরনের যাতে ভালো ও পবিত্র ভাবনা ছাড়া অন্যকিছু নেই। আর সবচেয়ে সুন্দর বিষয়টা তো এটা যে, আপনি অজস্র রাত শুধু এই ভেবে স্বপ্ন দেখতেই থাকবেন- হয়তো সেও চায় আপনাকে, কিন্তু আপনার মতোই ছটফট করছে; কথাটি জানানোর জন্য তবে বলতে পারছে না, জানাতে পারছে না! আপনি প্রতিটি দিনের শুরু করবেন একটু মুচকি হেসে এইভেবে যে, আজ হয়তো কিছু এমন হবে যার কারণে আপনার প্রিয় মানুষটি বলবে তার পছন্দের কথা তাও আবার তার সবচেয়ে পছন্দের মানুষটি অর্থাৎ আপনার কাছে। জানাবে তার এতদিনের সেই জানাতে না পারা,আপনার জানতে চাওয়া সেই  অসম্ভব প্রিয় কথাটি ' আমি তোমাকে পছন্দ করি'। আর এর থেকে আনন্দের আর কি হতে পারে বলুন দেখি!🖤

তুমি।

 প্রতিটি প্রিয় এর জন্যই; তার প্রিয়'ই সেরা। তাই অহেতুক নিজেকে সবার হতে বিশেষ আর সবার জন্যই বিশেষ কেউ ভেবে অহংকার করো নাহ্। তুমি এটা ভেবে উল্লাসে মেতে থাকো যে, তুমি কারো একমাত্র; একজন। তাও আবার এমন একজনের একজন যার কাছে কিনা তোমার মতো আরেকজন তুমি নেই। সেই তুমিটার জন্য তুমি শব্দটার মানেই হলো শুধু মাত্র আর একমাত্র তুমি।  তুমি! ❤️

সে যে নিজের হতেও বেশি সুন্দর । Sandip Chandra Das

 কেউ একজন আছে যেকিনা তার নিজের আয়নার প্রতিচ্ছবি হতেও বেশি সুন্দর! 

ভাবনাটাতো এমনও হতে পারতো তোমার !

  তোমার চিরুনীতে উপড়ে যাওয়া চুল নই যা ফেলেই দিতে হবে। আমায় তো তুমি শুকিয়ে যাওয়া ফুলও ভাবতে পারো, যেটাকে বছরের পর বছর রেখে দেওয়া যায়, সংরক্ষণ করা যায়, লুকিয়ে রাখা যায় কোনো প্রিয় বইয়ের মাঝখানে।

লেখা । সন্দীপ চন্দ্র দাস

  আমি ভালোবেসে লেখি, ভালোবাসার জন্য লিখিনা ! 

হারিয়েছো তুমিও তুমিটাকে !

যখন দিন কাটানোর বাহানা তৈরি থাকে,    রাতের অপেক্ষায় দিন কাটতে থাকে -         মুহূর্তগুলো আর মনে না করতে চাওয়ার তালিকায় জমতে থাকে ; অনেক কিছুরই অভাব তবে একটি কিছুর অভাব বড্ড  বেশি লাগে। যখন তোমার হাসির আওয়াজ অন্যের কানে লাগে - তাহলে ধরে নিও তুমিও হারিয়েছো, তোমার তুমিটাকে!  কখনো আকাশ দেখতে যদি শুধু শুধুই ভালো লাগে; কালো আকাশ বড্ড রঙ্গিন লাগে - রাতে জাগতে প্রচন্ড ভালো লাগে যদিও ঘুমাতে তোমার খুব ইচ্ছে থাকে;  মেঘলা রাতে চাঁদ দেখতে ভীষণ মন টানে - তাহলে ধরে নিও তুমিও হারিয়েছো, তোমার তুমিটাকে! 🅒 Sandip Chandra Das