Skip to main content

Posts

Showing posts from September, 2021

জাদুর লেখা | Sandip Chandra Das

 #আলাপচারিতা🌸 (জাদুর লেখা) আমি কি চাই আসলেই জানতে চাইছেন?  - হুম! আপনি কি চান?  এটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন তবে এর উত্তর খুব জটিল। - তাই?  হুম তাই!  - সে যাইহোক! জটিল হলেও হোক, কঠিন হলেও হোক অথবা জটিল কঠিন উভয়ই হোক। আমি উত্তরটি জানতে চাইছি। তো জানাবেন কি? হ্যাঁ হ্যাঁ! জানাবো জানাবো! তবে!   - তবে কি? বলুন!  জানতে হলে ধৈর্যশীল হতে হবে। আপনার দ্বারা কি তা সম্ভব?  - আপনার কি মনে হচ্ছে? আমি বুঝি ধৈর্যশীল নই? সত্যি বলব নাকি মিথ্যে?  - মিথ্যে বলুন৷  আচ্ছা! তাহলে আমার মনে হয়ে খুব পারবেন৷  - হা হা হা! আপনি বলুন আমি পারব!  এটা কি মিথ্যের বিপরীতে মিথ্যে বললেন?  - হা হা হা নাহ্! আপনি হয়তো জানেন না আমি কতটা ধৈর্যশীল হতে পারি।  আচ্ছা দেখা যাবে!  - তো বলুন! শুনি। ধৈর্যশীল হয়েই শুনি।  ঠিক আছে তাহলে শুনুন। আমি আসলে জাদুর লেখা লিখতে চাই।  - জাদুর লেখা!! এ আবার কেমন লেখা?  এটা লেখকের লেখা!  - মানে? দুঃখিত, তবে আমি বুঝলাম না!  বলেছিলাম নাহ্ এটি এক সহজ প্রশ্ন তবে উত্তর জটিল!  - তো সহজ ভাবে কি বলা যায় না?  হ্যাঁ যাবে!  - তাহলে সেভাবে বলছেন না যে!  আসলে সহজভাবে উওর দেওয়া সহজ তবে আমার জন্য আপনাকে সেটা বলা