Skip to main content

Posts

Showing posts from March, 2022

লাল খালি ডাকবাক্স 📮

  লাল খালি ডাকবাক্স 📮 ফেলে আসা এক যুগ আগের চিঠির অপেক্ষা আমি আজো করি । আজো সেই চিঠির খামের উপর ছিটিয়ে দেওয়া বেলী ফুলের সুগন্ধির মিষ্টি সুগন্ধ হাতের তালুতে খুঁজে পাই। ফেলি দেইনি সেই কলমটিকেও যা দিয়ে কিছু বর্ণ সেই চিঠিতে লেখা হয়েছিল। একথা নিজেকে এখনও জিজ্ঞাসা করলে অদ্ভুত রকমের আনন্দ লাগে, শরীরে একধরনের শিরশির অনভূতি সঞ্চালিত হয়, অবশ হয়ে আসে শরীরের শিরায় চলমান উষ্ণ রক্তের চলাচল, আশেপাশের দুঃখের সমাহারে মনে হয় দুঃখ আবার কি? যখন জিজ্ঞাসা করি নিজেকে- আচ্ছা কেন লিখেছিলাম সেই চিঠিটি। তাও আবার এমন কারো কাছে যার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। জানা আমার ছিল জবাব আসবে না কখনোই উল্টো ক্রমে, সেই প্রাপকের ঠিকানা হতে এই প্রেরকের ঠিকানাতে। তবুও গোটা বিশেক পাতা ছিঁড়ে, ধুমড়ে মুচড়ে নষ্ট করে, ঘরকে নোংরা করে। পুরো মাস জুড়ে যেই খাতায় বিদ্যালয়ের কঠিন বিষয়গুলো লিখে পাড় করার ছিল, সেখানে আমি একদিনে পুরো অর্ধেক ব্যয় করেছি এক পাতার লেখার জন্য। কেন জীবনের প্রথম প্রিয় লিখেছিলাম কাউকে? কেন অতটা সুন্দর করে খামের মাপে মাপে ভাঁজ করে চিঠিটিকে করেছিলাম ভাঁজ? আমায় তো এই নিয়ম কেউ শিখায় নি! হঠাৎ করেই কেন এতটা জ্ঞানী হয়ে উঠেছিলা

আজীবনের অসুখ । Sandip Chandra Das

 -  এ-তো জনাব কাউকে পছন্দ করার সেই ভীষণ ভয়ংকর অসুখের লক্ষণ। যা জীবনে একবার হয় আর তারপর আজীবন থেকে যায়। এমন ভয়ংকর অসুখ বাধালেন কি করে, হ্যাঁ? সেড়ে উঠার সম্ভবনা নেই। এছাড়াও শুনেছি এ অসুখে ভালোলাগা মানুষটির যত্ন নেওয়ার অভ্যাস জন্মে যায়। তবুও বলব কষ্ট করে হলেও নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে!

এই দিন শেষ, আর ঐ ঘুমিয়ে থাকা রাত শুরু হতে আর আছে কিছুক্ষণ । Sandip Chandra Das

  মুগ্ধ হয়ে যাও আবারো কিছুক্ষণ আলাপ আরম্ভ করো আমার সাথে এই দিন শেষ, আর ঐ ঘুমিয়ে থাকা রাত শুরু হতে আর আছে কিছুক্ষণ । কে জানে জীবনে; সামনে কি, কিভাবে আর কোথায় ভাগ্যে জুটবে এমন আরেকটু প্রিয় কিছুক্ষণ । পরিচিত হলেই তো মনে পড়ে বেশি আর কথাবার্তা হয় কম । এই ঠোঁটের বাজে শব্দ বানাও আলাপ চালাও কিছুক্ষণ এই দিন শেষ, আর ঐ ঘুমিয়ে থাকা রাত শুরু হতে আর আছে কিছুক্ষণ ।

আমার মনের মন্দিরের ঈশ্বর হয়েছে নারাজ | Sandip Chandra Das

  পাপগুলো অনেক আগে রেখে দিয়ে মনে, গিয়েছি ভুলে রেখেছি কোনখানে এখন শতাব্দি পরে দূর্গন্ধ ছড়াচ্ছে পঁচে মনের মন্দিরে ঈশ্বর হয়েছে নারাজ। আগুন লাগিয়ে আমি দমকলকে দিয়েছি ভুল ঠিকানা আমার শহর আমি জ্বালাচ্ছি চোখের জল ঝড়িয়ে নিভাতে কাউকে দিব না। দরজায় খিল দিয়েছি সেঁটে এই দিলাম ঘুম জেগে জেগে না ঘুমানো ঘুম যেন না ভাঙ্গে, আমার শহরে যেন নুপুর না বাজে। আমার শহরকে দেও জ্বলতে আমায় দাও ঘুমাতে দুর্গন্ধগুলো রাখতে দাও আড়ালে। ঘুমাতে দাও আমায় জেগে জেগে । আমার মনের মন্দিরের ঈশ্বর হয়েছে নারাজ।