Skip to main content

Posts

Showing posts from September, 2020

এতটা মিষ্টি বোধহয় একারণেই!

তোমার মুখে যেমন মধু তেমনি চোখের চাহনিতে কি চিনির সিরা গুলানো? 

হাঁসি গুলিয়েছো কি চা'য়ে?

  তুমি প্রতিদিন প্রতিবার হাসিমুখে আমার জন্য চা আনবে আর আমি তা পান করে বলবো, বাহ্ অসাধারণ!!  আজ চায়ে কি চিনির বদলে তোমার হাঁসি গুলিয়েছো। এতো মিষ্টি!  🥰

প্রেমপত্র | Love Letter | Sandip Chandra Das

  Photo Sources - Pixabay  হয়তো ভাবছেন আমি কে ? যে এই আধুনিক যুগেও নামহীন পত্র লেখছি ! আসলে আমার এ ছাড়া কোনো কিছুই করার ছিল না !! সব কথা আসলে সরাসরি বলা যায় না , আর যখন আপনার মতো রূপসী কেউ হয় তাহলে তো আরে আগেই বলা একেবারে ~ অসম্ভব! যার চোখে চোখ রাখলে এই হৃদপিন্ড বুকে আঘাত করতে করতে নিহত হয়ে যায় ,তার কাছে আসাও যে দুঃসাহসিকতার পরিচয় আর আমি তা দিতে চাই না। তাই নিজ হাতে এই সাদা কাগজে নিজের মনকে নামিয়ে নিয়ে এসেছি ! জানিনা কতটুকু নিজের কথা  মন বলতে পারবে ! মানুষ সুন্দর হয় তবে আপনি সুন্দরের ও ঊর্ধবে । চুল বাঁধা রূপসী অনেক দেখেছি তবে আপনার মতো কাউকে এ চোখ আজো পছন্দ করেনি । টিপ পড়ে আছে এমনো অনেক দেখেছি তবে এই ঠোঁট আপনাকেই এই প্রথম সুন্দর বলে বহিঃপ্রকাশ করেছে । কতটুকু মনে ধরলে কাউকে আর কষ্ট করে মনে করা লাগে না তার সম্পর্কে আমার ধারনা নেই তবে এতটুকু বলতে পারি যতটুকুই সে হোক না কেন আমার মন তা আপনাকে দেখার প্রথম দিনেই সেই সীমা অতিক্রম করে ফেলেছে ! আশাকরি এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি বলার চেষ্টা করছি ।  ভালোবাসি আপনাকে ! যদিও আমার এইচোখ আপনার চোখের মতো সৌন্দর্য্যের অধিকারি নয় তবুও একটু কষ্ট কর

আমার এখনো আছে মনে । Sandip Chandra Das

  Photo Source - Golpo Boli আমার এখনো আছে মনে !😌   তুমি কেমন দেখতে ছিলে তা হয়তো ভুলে গিয়েছি তবে এতটুকু এখনো মনে আছে যে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম আজ হতে প্রায় সাড়ে সাত বছর আগে যেদিন, হুম সেই শীতের রাতের কথা বলছি যেদিন তুমি প্রথম আমার এই চোখে ধরা দিয়েছিলে। আমার আজো আছে   মনে তুমি সেদিন একটি কালো চাঁদরে নিজেকে   জড়িয়ে রেখে ঠিক আমার বিপরীত উঠানে বসে ছিলে। আমার এখনো আছে মনে চাঁদরের ভাঁজ এর নিচে হতে দেখা যাচ্ছিল একটি লাল রঙের কাপড় পরেছিলে । তবে আলোর অল্পতার কারনে আমি আজো এই বিষয়ে সন্দিহান যে আসলে তুমি যেই কাপড়টি পরেছিলে তার রঙ টকটকে লাল ছিল কিনা !! আসলে তোমাকে দেখেই সেদিন এই চোখগুলো মন ভরতে পারছিল না তাই শাড়ির রঙের দিকে তেমন একটা খেয়াল করার কথা তখন মনেই আসেনি । আমি তখন প্রায় মন্ত্রমুগ্ধ   হয়ে একনাগারে তোমার চোখের দিকে তাকিয়ে ছিলাম ।                                                                                                                 কিভাবে যেনো এতো লোকের ভিড়ে ,সবার হতে চোখ সরে গিয়ে সেই তোমার দিকেই এই চোখগুলো তাকিয়েছিল। জানিনা সেদিন তুমিও আমায় দেখেছিলে কিনা । তবে তোমাকে জ

তুমি আমার এমনই একজন গানের কথা | সালমান শাহ্ | ইমতেয়াজ আহমেদ বুলবুল

  তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন ভালোবাসার সাগর তুমি ভালোবাসার সাগর তুমি বুকে অথৈ জল তবু পিপাসাতে আঁখি তবু পিপাসাতে আঁখি হয়রে ছলছল আমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন প্রাণের প্রদীপ হয়ে তুমি প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছ নিশিদিন কোন মোহরে শোধ হবে গো কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন ছায়াছবি - আনন্দ অশ্রু গায়িকা  -  কনক চাপা গীতিকার - আহমেদ ইমতেয়াজ বুলবুল 

হাতের রেখা

  কারো সঙ্গে হাত এখানে সাবধানে মিলিও। কে জানে, কোন রেখা, কে নিয়ে চলে যায়!       

হয়তো কাছের মানুষটা হার মেনে নিত

  আসলে সম্পর্কে কোন ঝগড়াটি, সম্পর্ক শেষ করে দেওয়ার মতো ঝগড়া তা যদি আগেই জানা যেত তাহলে নিঃসন্দেহে সত্যিকারের কাছের মানুষগুলো অবশ্যই বিপরীতে থাকা মানুষের কাছে সেই ঝগড়াগুলোতে প্রতিবার অনায়াসে হার মেনে নিত।         

তাই চলতে থাকো

  হাটতে থাকার দুটোই নিয়ম হয় প্রিয় ; কখনো নিজেকে হারিয়ে পথে হাটতে হয়,  কখনো আবার পথ হারিয়ে নিজের সঙ্গে হাটতে হয়।

ভেঙ্গে দাও শহরের সব আয়না

 শহরের সব আয়না ভেঙ্গে ফেলো ; এভাবেই সুন্দর অসুন্দরের পরিমাপক'কে বংশসুদ্ধ উদ্ধার করে ফেলো। 🔥

চমৎকার দুঃস্বপ্ন | আত্মহত্যা | ছবি কথা | Sandip Chandra Das

 এ এক অদ্ভুত রকমের দুঃস্বপ্ন যাকিনা ঘুমিয়ে যাওয়ার আগেই ভাঙ্গতে হয়ে। 

দূর আর দূরত্ব এক নয় | ছবি কথা | Sandip Chandra Das

 দূর আর দূরত্বে যে অনেক তফাৎ প্রিয়। তাই আমি তোমার থেকে হয়তো দূরে আছি তবে খেয়াল করে দেখলে দেখতে পাবে যে এখন আমরা আগের হতেও খুব কাছাকাছি আছি। 

না বলা কথা | ছবি কথা | Sandip Chandra Das

  কথা বলতে সবাই শিখে যায় তবে সব কথা আদৌও কি বলা যায়?  

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো? 

অনুভূতিগুলো জানার জন্য আধুনিক যন্ত্র প্রয়োজন

  আমাদের এই আধুনিক যুগের মতোই আমাদের এখন একটি আধুনিক ধরনের যন্ত্র খুব জরুরীভাবে প্রয়োজন । ঠিক এমন একটি আধুনিক ধরনের যন্ত্র যা ব্যবহার করে একজন আরেকজনের মনের অবস্থা অনুধাবন করতে পারবে , সাথে এটাও জানতে পারবে যে কাছে থাকা ব্যক্তিটি কি ভাবছে । আমাদের খুব দূরের মানুষের ভাব বুঝতে পারবে এমন যন্ত্র না হলেও অন্তত কয়েক মিটার দূরত্বে থাকা কাছের মানুষটির মনের হতাশা, কষ্ট, একাকীত্ব বুঝতে পারব কিংবা পরিমাপ করে জানাতে পারবে এমন একটি আধুনিক যন্ত্রের প্রয়োজন । জানিনা কেন আমাদের এই পৃথিবী এমন হয়ে যাচ্ছে   সময়ের সাথে সাথে । আসলে পৃথিবী বললে ভুল বলা হবে, বলতে হয় আমরা কেমন যেনো হয়ে যাচ্ছি । বদলে যাচ্ছে সময় , হয়েছে আদিম হতে নতুন আর নতুন হতে এখন হয়েছে আধুনিক তবে আমরা সময়ের সাথে সাথে বিবর্তন হলেও উন্নত ও বিকশিত চিন্তাধারার অধিকারী না হয়ে , হয়ে যাচ্ছি এক ভিন্ন ধরনের সত্ত্বা যাদের কাছে কিনা এখন মৃত্যু একটা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যাকিনা চাইলেই ঘটিয়ে দেয়া যায় । সমস্যা, হতাশা, দুঃখ-কষ্ট ইত্যাদি এই শব্দগুলো যদি এই সময়ে আমরা গুগলেও সার্চ করি তাহলে সেও বলতে পারবে না আদৌও কতটা পুরনো অর্থাৎ এইগুলো নতুন নয় । বহুদ

পৌঁছে যাক আমার কথা | ছবি কথা | Sandip Chandra Das

 ছিল অনেক অনেক কথা যা বলা হয়নি তাদের! 

শুধু মনে রাখুন | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines আপনার এতো সময় কোথায়? তাই মনে করার ব্যাপারটা মনকেই দিয়ে দিন। সে মনে করবে, আমায় ভাববে আর আমি আনন্দ পাবো। ❤😌

ভয় লাগে চুপচাপ থাকতে | ছবি কথা | Sandip Chandra Das

 #TwoLines  এখানে আমরা কখনো কখনো নিজে খুশি হওয়ার জন্য অন্যের বদনাম শোনার এক অদ্ভুত ধরনের নিয়ম গড়ে নিয়েছি। তাই না? More more posts follow me on -  Instagram  |  Facebook  |  Twitter

তুমি মানেই ভালোলাগা | ছবি কথা। #TwoLines। Sandip Chandra Das

 #TwoLinesTeller 🖤 তোমায় ভালো লাগার অসুখটা আমায় আঁকড়ে ধরেছে আষ্টেপৃষ্টে। 

প্রিয় শখ। ছবি কথা। Sandip Chandra Das

#TwoLinesTeller   এটাই যে আমার বড্ড প্রিয় শখ। এই শখটিই এখন আমার এমন একটি শখ যার জন্য আমি শখে শখে মৃত্যও অনায়াসে গ্রহণ করতে পারি।   

স্মৃতি । তোমার আমার স্মৃতি এভাবেই জমে থাক মনের ঘরে । Sandip Chandra Das

জমবে স্মৃতি আর যা চলবে আজীবন !  #TwoLinesTeller  সময় তো এমনই থাকবে । যেখানে দুঃখ কষ্ট সবই থাকবে তবে কিছু স্মৃতি এমন তৈরি করে নিতে কষ্ট কি? যা ভেবে আজীবন আনন্দে কাটানো যাবে । আর আমিও তো আজ তাই চাচ্ছি ! তো চলো এই ঘুমন্ত শহরে আমরা রাত জেগে স্মৃতি জমাই ।

দলিল বিহীন জমি আপনার । ছবি কথা । সন্দীপ চন্দ্র দাস

#TwoLines #TwoLinesTeller #PhotoStory  এই জমি আপনার নামেই আছে, এখন তো ব্যাস্‌ আপনি আসবেন আর ঘর বাঁধবেন । তো এখন হাত দিয়ে একবার দেখে নিন জমিটা আসলে কতটা সুন্দর  করে গুছানো !

নিমিষেই রফাদফা । ছবি কথা । সন্দীপ চন্দ্র দাস

#TwoLinesTeller নিমিষেই রফাদফা <3 

তোমার সেই চোখ ।

 বড্ড অবাধ্য তোমার এই চোখ !